বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের মো. গনি পাইকের ছেলে আনোয়ার পাইকের বাড়ির সামনে পাশাপাশি দু’টি মুদি দোকানে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই দোকানে থাকা ফ্রিজ, টিভি, মুদি মালামালসহ সম্পূর্ন দোকান ভস্মীভুত হয়। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ি আনোয়ার পাইক জানান। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করছে এলাকাবাসী।