এস এম শামীম, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সন্ত্রাস, নাশকতা ও বাল্য বিবাহ প্রতিরোধ সভায় বিশেষ আতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার, আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুর রশিদ শিকদার, যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন প্রমুখ।