fbpx
26.1 C
Barisāl
Wednesday, August 10, 2022

বরিশাল-খুলনা মহাসড়ক আগৈলঝাড়া অংশে সংস্কার কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান।

এস এম শামীম, আগৈলঝাড়া

বরিশাল-খুলনা মহাসড়কের আগৈলঝাড়া অংশের ১১ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর টনক নড়ে বরিশাল সওজ বিভাগের। পুনরায় ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। সওজ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস থেকে পয়সারহাট বরিশাল পর্যন্ত অংশের ১১ কিলোমিটার সড়কে গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে সড়কটিতে বাস চালকদের ভোগান্তিসহ দূর্ঘটনা ঘটছে অহরহ। এ কারনে বরিশাল সওজ বিভাগ ২০১৬-২০১৭ইং অর্থ বছরে রক্ষনাবেক্ষন প্রকল্পের অধীনে সড়কের ১১ কিলোমিটার সংস্কারের জন্য এক কোটি ৪লক্ষ টাকা টেন্ডার আহবান করা হয়। সেরনিয়াবাত এন্টার প্রাইজ ও মেসার্স সান্টু ট্রেডার্স নামে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান নামে মাত্র সংস্কার কাজ করে শেষ করে। ওই কাজের তদারকির দায়িত্বে ছিলেন বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হানিফ মিয়া। তার সহযোগীতার কারনেই ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়মের কাজ করেছে বলে দাবী করছে এলাকাবাসী। সংস্কার কাজ তিন মাস যেতে না যেতেই পুনরায় সড়ক খানা খন্দ ও গর্তের সৃষ্টি হয়। এ সংক্রান্ত অনিয়মের একটি সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বরিশাল সওজ বিভাগের টনক নড়ে। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী দুটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বরিশাল সওজ বিভাগ ডেকে পুনরায় সংস্কার কাজ করে দেয়ার নির্দেশ দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান রোববার থেকে সংস্কার কাজ শুরু করেছে। গতকাল সোমবার সকালে সরেজমিন গিয়ে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কে গিয়ে কাজ শুরু করতে দেখা গেছে। এ ব্যাপারে বরিশাল সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল চন্দ্র প্রামানিক বলেন, সংস্কার কাজের পরে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় পূনরায় ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ