fbpx
29.1 C
Barisāl
Thursday, September 23, 2021

আগৈলঝাড়ায় নতুন বই বিতরন উৎসব পালন।

বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। বই বিতরন সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীমতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরন করা হয়েছে। সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, শ্রমিকলীগ নেতা আহসান হাবিব মোল্লা, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, এনজিও পরিচালক ও এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, শিক্ষক মাহমুদ আলম মিঠু, যুবলীগ নেতা শরফি ইলিয়াস প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ