বরিশালের তিনটি নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল, দুই মণ মা ইলিশসহ পাঁচ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রবিউল হাওলাদার, হাসান আকন, আল আমিন ব্যাপারী, আমীন দর্জি ও রোকন হাওলাদার। আটককৃতদের মধ্যে রবিউল হাওলাদারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাকি চারজনকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
১৬ অক্টোবর সোমবার বরিশালের কালাবদর, আড়িয়াল খাঁ, ও বাউশিয়া নদীতে অভিযান চালায় বরিশাল মৎস্য ও সদর নৌ থানা পুলিশ।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, পুলিশ ও জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এর নেতৃত্বে বরিশালের তিনটি নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল, দুই মন মা ইলিশসহ পাঁচ জেলেকে আটক করা হয়। আটকৃত জাল পুরিয়ে দেয়া হয়েছে। এবং জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বরিশাল নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ওসি শেখ বেলাল হোসেন।