fbpx
25.6 C
Barisāl
Tuesday, September 28, 2021

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় পৃথক মামলা দায়ের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হরেকৃষ্ণ ঘটকের ছেলে মাদক ব্যবসায়ি পলাশ ঘটক (৩০)কে পাঁচ পিচ ইয়াবাসহ এসআই মো:আব্বাস উদ্দিন গ্রেফতার করে। এ সময় পলাশের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে রবিবার সকালে মামলা দায়ের করেছে, নং-৭ (১৩.১.১৯)।
অন্যদিকে একই রাতে উত্তর শিহিপাশা গ্রামে থেকে ওই গ্রামের মৃত মনসুর আলী ভূইয়ার ছেলে রানা ভূইয়া ওরফে হাকিম (২৩) ও তার বন্ধু বাউফল উপজেলার শৌলা গ্রামের ইউনুস মোল্লার ছেলে মনির মোল্লা (৩২)কে ৫পিচ ইয়াবা ও গাঁজাসহ এসআই মনিরুল ইসলাম গ্রেফতার করেছে। এঘটনায় থানায় শনিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে, নং-৫ (১২.১.১৯)। গ্রেফতারকৃতদের গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ