fbpx
31 C
Barisāl
Thursday, September 23, 2021

রাতের খাবারের সাথে নেশা মিশিয়ে আগৈলঝাড়ায় একই পরিবারের চারজন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

বরিশালের আগৈলঝাড়ায় খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করেছে দুর্বিত্তরা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার বাকাল গ্রামের ক্ষিরোদ সরকারের ছেলে উত্তম সরকারের পরিবারে বৃহস্পতিবার রাতের খাবারের সাথে দুর্বিত্তরা কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে গৃহকর্তা উত্তম সরকার (৩৮), তার স্ত্রী ইতি সরকার (৩২), মা বিরোজিনী (৬৫), ছেলে অমিত সরকার (১১) অজ্ঞান হয়ে যায়। ক্ষিরোদের মেয়ে তমা শুক্রবার সকালে বাড়ি এসে পবিবারের সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন অজ্ঞান চারজনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পরিবারের লোক অজ্ঞান থাকায় প্রাথমিকভাবে ঘরের মালামাল খোয়া গেছে কিনা জানা যায়নি। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ