fbpx
27.8 C
Barisāl
Sunday, September 26, 2021

আগৈলঝাড়ায় শিক্ষকের বিরুদ্ধে প্রতিপক্ষকে খুন-জখমের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে প্রতিপক্ষকে সায়েস্থা করতে খুন-জখম ও ভয়-ভীতি দেওয়ার অভিযোগে আদালতে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের বিশ্বেশ্বর সরকারসহ ১০-১২ টি পরিবার তাদের একটি যৌথ পুকুর দীর্ঘদিন যাবৎ শান্তি পূর্নভাবে ভোগ দখল করে আসছে। ওই পুকুরের একটি অংশ বিএম কলেজের সাবেক শিক্ষক ড. নীলকান্ত বেপারী ক্রয় করার পর থেকেই সকল অংশীদারদের মতামতের বিরুদ্ধে অবস্থান নেয়। সম্প্রতি ওই পুকুর থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসালে সকল অংশীদাররা বালু উত্তোলনের প্রতিবাদ জানালে ড. নীলকান্ত বহিরাগত লোকজন দিয়ে ভয়-ভীতি, খুন-জখমের হুমকী দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বিশ্বেশ্বর সরকার বাদী হয়ে ড. নীলকান্ত বেপারীর বিরুদ্ধে ২০ জানুয়ারী বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী আইনে মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ