fbpx
31.4 C
Barisāl
Sunday, September 26, 2021

চালক ও হেলপারদের সচেতন বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের প্রশিক্ষন কর্মশালা

“পুলিশ সেবা সপ্তাহ” পালন উপলক্ষে বরিশাল জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে চালক ও হেলপারদের সচেতনতা বৃদ্ধি কল্পে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম (বিপিএম)। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা ট্রাফিক বিভাগের (টি.আই প্রশাসন) মো: মাহে আলম, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ট্রাফিক সার্জেন মো: আসাদ। কর্মশালায় সড়ক-মহাসড়কে চলাচলকারী চালক-হেলপার ও জনসাধারনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আলোচনা করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম (বিপিএম)সহ অন্যান্যরা।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ