fbpx
31.4 C
Barisāl
Sunday, September 26, 2021

আগৈলঝাড়ায় বস্তা ভর্তি সরকারী ঔষধ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আগৈলঝাড়ায় বস্তা ভর্তি সরকারী ঔষধ উদ্ধারের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সদস্যরা তদন্ত কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে তিন সদস্যর তদন্ত কমিটির সদস্যরা উপজেলার রাজিহার কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটিসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলে উদ্ধার হওয়া বস্তা ভর্তি ঔষধের নমুনা সংগ্রহ করে কমিউনিটি ক্লিনিকের ঔষধ রেজিষ্টার জব্দ করেছেন।
বিনামূল্যে জনগনের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সরকারী ঔষধ না দিয়ে বস্তা ভর্তি করে ফেলে দেয়ার অভিযোগে জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন ২৩ জানুয়ারি ২২২নং স্মারকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন।
সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মনিরুল ইসলাম ১৯ নং স্মারকে ২৯ জানুয়ারি হাসপাতালের ডেন্টাল সার্জন মনন কুমার দে’কে সভাপতি করে তিন সদস্যর কমিটি গঠন করে চিঠি প্রদান করেন। কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার ও পরিসংখ্যানবিদ এসএম শহীদুল্লাহ। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ারও নির্দেশ দেন তিনি।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা বস্তাভর্তি সরকারী ঔষধ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার ওই ক্লিনিকে গিয়ে ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় রায়, সহ-সভাপতি জসীম উদ্দিন পান্নু, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খান, সদস্য ও স্থানীয় গন্যমান্য আব্দুর রব হাওলাদার, ক্লিনিক প্রতিবেশী অনুপ আইচ, ছাত্রলীগ নেতা সবুজ সরদারসহ সাধারণ লোকজনের বক্তব্য গ্রহন করেছেন। এসময় অভিযুক্ত ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।
প্রকাশ, গত ২১জানুয়ারি স্থানীয় লোকজন রাজিহার কমিউনিটি ক্লিনিকের সামনের খালপাড় থেকে বস্তাভর্তি সরকারী ঔষধ উদ্ধারের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশের পর সিভিল সার্জনের নির্দেশে তদন্ত কমিঠি গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ