এস এম শামীম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর অগ্নিকান্ডে কোটি কোটি টাকার সম্পদ ভস্মিভূত হচ্ছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকার ফলে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারের দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান,বাসাবাড়ি ও গুরুত্বপুর্ন স্থাপনাসমুহ আগুনের চরম ঝুকির মধ্যে রয়েছে। উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র আগৈলঝাড়া সদর বাজার, পয়সার হাট নৌ বন্দর, সাহেবের হাট, রাজিহার বাজার, গৈলা বাজার, আস্কর হাট, বাকাল হাট, বাশাইল বাজার, মিশ্রিপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে পেট্রোল, অক্টেন, ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েল এর অস্থায়ী মজুদারদের বিক্রয় কেন্দ্র রয়েছে। ফলে ওই সকল বাজার সমুহ অগ্নিকান্ডের চরম ঝুঁকির মধ্যে থাকতে হয়। এছাড়াও কলেজ, হাসপাতাল, ব্যাংক, বীমা অফিসসহ সরকারী গুরুত্বপুর্ন স্থাপনা রয়েছে এ উপজেলায়। উপজেলা সদরসহ হাটবাজার বা কোন প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী ফায়ার সার্ভিসের উপরই একমাত্র নির্ভর করতে হয়। গৌরনদী ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পেয়ে আসতে আসতে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। গত কয়েক বছর ধরে উপজেলা সদরের বাজার সহ বিভিন্ন বাজারে অগ্নিকান্ডের ফলে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য গত কয়েক বছর জায়গা দেখাদেখি করে আসলেও আজও জায়গা নির্ধারণ বা ফায়ারসার্ভিস ষ্টেশন তৈরীর কার্যকরী ব্যবস্থা গ্রহনের কোন খবর পাওয়া যায়নি।