এস এম শামীম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অতি জনগুরুত্বপূর্ন সড়কটির পাশে কোন যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানাগেছে, অনেক বছর ধরেই আগৈলঝাড়া থেকে বরিশাল এবং ঢাকার উদ্যোশে গাড়ি চলাচল করে। স্থায়ী কোন বাসষ্ট্যান্ড না থাকায় উপজেলার প্রধান সড়কের বাইপাস মোড় থেকে গাড়িতে যাত্রী উঠা নামা করে। গাড়ি উপজেলা ষ্ট্যান্ড পর্যন্ত না যাওয়ায় যাত্রীদের প্রায় দেড় কিঃ মিঃ পথ পায় হেটে উপজেলা সদরে আসতে হয়। উপজেলার বাকাল, রাজিহার, পয়সার হাট, গৈলা, যবসেনসহ বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করে। কিন্তু যাত্রীদের কথা চিন্তা না করে আজও পথচারীদের জন্য কোন যাত্রী ছাউনি স্থাপন করা হয়নি। যাত্রী ও পথচারীরা প্রতিদিন যানবাহনের জন্য রোদ বৃষ্টি মাথায় নিয়ে দাড়িয়ে থাকে।