fbpx
26.3 C
Barisāl
Friday, September 17, 2021

বরিশাল-পটুয়াখালীতে ঝড়ের শংকা, ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম,
কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে
বলা হয়েছে।

একই সাথে বরিশাল ও পটুয়াখালীর নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
দেখতে বলা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর
সর্তকসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও
ট্রলারকে গভীর সাগরে না যেতে এবং উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে
বলা হয়েছে।

নিম্নচাপটি আজ সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৫৬ কিলোমিটার
দক্ষিণ–পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিম,
মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পশ্চিম ও পায়রা
সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে
জানিয়েছে। তারা বলেছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের
একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার
আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী
এলাকায় সাগর উত্তাল রয়েছে।

নিম্নচাপের প্রভাবে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম,
কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব, উত্তর–পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০
কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

লঘুচাপের কারণে অক্টোবর মাসে বৃষ্টিপাত হচ্ছে তবে এটা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘বাংলাদেশে এর আগেও এই সময় বৃষ্টি হওয়ার রেকর্ড আছে। এমনও
হয়েছে যে কখনও কখনও অক্টোবর ও নভেম্বর মাসে দেড়শ থেকে দুইশ মিলিমিটার
বৃষ্টিপাতও হয়েছে।’

আব্দুল মান্নান বলেন, ‘যে বছর লঘুচাপ বেশি হয় সে বছর নভেম্বর ও ডিসেম্বর
মাসেও বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এবছর অনেক লঘু চাপ ছিল তাই এই অসময়েও
বৃষ্টিপাত হচ্ছে।’

এদিকে গতকাল বুধবার মধ্য রাত থেকে থেমে থেমে বরিশালে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ