fbpx
26 C
Barisāl
Saturday, October 16, 2021

বরিশালে টানা বৃষ্টিতে ভোগান্তি, লঞ্চ চলাচল বন্ধ

সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও সঞ্চারিত মেঘমালার কারণে দেশের বরিশালেও
শুক্রবার (২০ অক্টোবর) দিনভর বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন
আয়ের সাধারণ মানুষ। দুপুরের পর হতে উপকূলীয় রুটের সব নৌযান চলাচল বন্ধ করে
দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বরিশালে বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে।

সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কখনও ভারি কখনওবা গুঁড়ি গুঁড়ি
বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে জনজীবন কিছুটা ব্যাহত হলেও বন্ধের দিন হওয়ায়
তেমন একটা প্রভাব পড়েনি। তবে নিম্ন আয়ের মানুষের কাজে বাগড়া দেয় বৃষ্টি।

আবহাওয়া অধিদফতরের বরিশাল কার্যালয়ের পর্যবেক্ষক মো. আনিচুর রহমান
জানান, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়াতে বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর ও
পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে।

শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা
সরকার বলেন, দুই নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশাল নদীবন্দর হতে ৬৫ ফুট নিচের
নৌযান চলাচল সকাল হতেই বন্ধ রয়েছে। দুপুরের পর হতে উপকূলীয় রুটের সব নৌ
চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে বরিশাল-ঢাকা রুটের তিন তলা লঞ্চ চলাচল বন্ধ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ