আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা আঃ সত্তার মোল্লা, শিক্ষক আবুল কালাম আজাদ, থানা পুলিশের এসআই মোঃ মনির হোসেন, যুবলীগ নেতা সবুজ আকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, ইউপি সদস্য কুদ্দুস মোল্লা প্রমূখ। একইদিন উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মাদ তালুকদার, মতিউর রহমান, এনজিও পরিচালক জিএম ফারুক তালুকদার, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল, যুবলীগ নেতা জাকির তালুকদার প্রমুখ।
এস এম শামীম,
আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।