নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশে বাধা দেয়ায় ছাত্রদল ও ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। আহত এক জনকে হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বুধবার সকালে জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রে অনধিকার প্রবেশ করতে চায় নগড়বাড়ি গ্রামের ছাত্রদল সমর্থিত শাকিল খান। তাতে বাঁধা দেয় যবসেন গ্রামের ছাত্রলীগ সমর্থিত আসাদুজ্জামান নূর। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায় তারা। ঘটনার বিচার দাবি করে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীরা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিচার দিয়ে বের হবার সময় পুনরায় ছাত্রদল কর্মীরা তাদের উপর লাটিশোঠা নিয়ে ধাওয়া করে। এসময় ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষে ছাত্রলীগ সমর্থিত আসাদুজ্জামান নূর, রফিক পাইক, রাজু সরদার, নাফিজ পাইক, নাঈম পাইক, আবু বকর ও ছাত্রদল সমর্থিত শাকিল গ্রুপের শাকিল, অহিদুল, টিপু ও রাব্বিসহ ১০জন আহত হয়। আহত রফিক পাইককে হাসপাতালে ও অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে উপজেলা সদরে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।