নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর গ্রামের সেকেন্দার বেপারীর ছেলে মোঃ বাদশা বেপারীকে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন (আর্মড) পুলিশ সদস্যরা ৬শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এঘটনায় এপিবিএন এসআই মোঃ সহিদুল আলম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।